নারায়ণগঞ্জে ফতুল্লা মধ্য ইছদাইর এলাকায় কমলাপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা(২৭)এক যুবক নিহত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)মরদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন রেলওয়ে পুলিশ।
নারায়ণগঞ্জে রেলওয়ে ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়ে ফতুল্লার মধ্য ইছদাইর এলাকার ট্রেন রাস্তায় এক যুবক ছিন্ন বিছিন্ন অবস্থায় পড়ে রয়েছে।পরে আমরা মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,নিহত যুবক গতরাত পৌনে বারোটার দিকে রাস্তা পারাপারের সময় কমলাপুরগামী কমিউটার ট্রেনে ধাক্কা খেয়ে তেলের সামনে পড়ে পরে ওই ট্রেন তার উপর দিয়ে চলে গেলে টুকরো টুকরো হয়ে যায়।
তিনি আরো জানান,নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।নিহতের পরনে ছিল কালো রঙ্গের জিন্স প্যান্ট ও কালো ফুলহাতা শার্ট।