রাজধানীর যাত্রাবাড়ী ইসলামী ব্যাংকের সামনে ও বাইতুল মোকাররম মসজিদের ভিতরে পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনজনের ২লক্ষদিক টাকার উপরে খোয়া গিয়েছে।তারা হলেন,মোঃরহিম উল্লাহ (২৮),মোহাম্মদ শাহেদ(১৮),মোহাম্মদ হানিফ (১৯) ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ও বিকেল ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরী বিভাগে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ীর রহিম উল্লাহ্ সহকর্মী শান্তূ রায় জানান,রেইনবো এন্টারপ্রাইজ নামে পূবালী মৎস্য আড়ৎ কাজ করি। বিকেলের দিকে যাত্রাবাড়ী শাখার এবি ব্যাংকে ২ লক্ষ টাকা জমা দিতে যাওয়ার সময়, অজ্ঞান পার্টির সদস্যরা সুকৌশলে রহিমকে নিশা জাতীয় কিছু খাইয়ে তার কাছে থাকা দুই লক্ষ টাকা নিয়ে যায়।পরে আমরা খবরপেয়ে যাত্রাবাড়ী ব্যাংকের সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।তিনি আরো জানান,রহিমের গ্রামের বাড়ি কক্সবাজার জেলায়,যাত্রাবাড়ী মাছের আড়তে থাকি।
অপরদিকে,বাইতুল মোকারমে মসজিদে নামাজ পড়তে গিয়ে দুই যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুয়েছে। তারা হলেন,মোহাম্মদ শাহেদ (১৮) ও মোহাম্মদ হানিফ (১৯)।
তাদেরকে নিয়ে আসা তার আত্মীয় জাহিদ জানান,শাহেদ ও হানিফ দুইজন চাঁদপুরের হাজিগঞ্জ এলাকায় পড়াশোনা করে। আজ দুপুরের দিকে ঢাকায় বেড়াতে আসে, জহর নামাজ পড়ার জন্য বাইতুল মোকারম মসজিদে গেলে নামাজ পড়ে মসজিদের মধ্যে পড়ে যায় দুজনে।পরে আমরা খবর পেয়ে২জনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে নতুন ভবনে মেডিসিন বিভাগে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হবিগঞ্জ থানায় এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী ও বাইতুল মোকাররম মসজিদ থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩জন ঢাকা মেডিকেলে এসেছে। তাদের তিনজনকেই নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেয়া হয়েছে আমরা জানতে পেরেছি রহিম এর কাছ থেকে নগদ দুই লক্ষ টাকা নিয়েছে ও বাকি দুইজনের কাছে থেকে কত টাকা নিয়েছে এখনো বিস্তারিত জানা যায়নি। বিস্তারের জন্য চেষ্টা চলছে বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।