রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী মার্কেট সামনে পিকাব ভ্যানের ধাক্কায় মোঃ ইব্রাহিম হোসেন (৩২)নামে বনানী সিটি ব্যাংকে কর্মরত এক যুবক নিহত।
শনিবার(২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আটটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতকে নিয়ে আসা পথচারী মোঃআজমান
উত্তরা পূর্ব থানাধীন রাজলক্ষ্মী মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে পরে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানা কাশেমগঞ্জ গ্রামের গোলাম কিবরিয়ার সন্তান, বর্তমানে খিলক্ষেতের নিকুঞ্জ -২ চার নম্বর রোডের ২২-নম্বর বাসায় থাকতেন।নিহত বনানীশাখা
সিটি ব্যাংকে কর্মরত ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।