ঢাকা সাভারের আশুলিয়ায় কাঠ বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোঃ জাহাঙ্গীর (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার পাঁচ বছরের শিশু ও তার স্ত্রী চিকিৎসাধীন রয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রবিবার(২৩ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে তাদেরকে ভর্তি দেওয়া হয় ।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,গতরাতে চিকিৎসাধীন অবস্থায় মোঃ জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে তার শরীরে ৯১ শতাংশ দগ্ধ ছিল। তার স্ত্রী বিউটি আক্তারে শরীরে ৩৩ শতাংশ দগ্ধ ও তার সন্তানের ৮০ শতাংশ দগ্ধ সবার অবস্থাই আশংকাজনক।