রাজধানীর ডেমরা থানা পার ডগাইর একটি বাসা থেকে স্বর্ণা আক্তার (১৭) নামের এক গৃহবধূ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার(০৪ মার্চ)সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান,আমরা খবর পেয়ে ডেমরা পার ডগাইর নতুন পাড়া শাহজামাল রোড এলাকার একটি ৪তলা বাসার রুমের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নার সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতন্ত্রের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান,আমরা পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি স্বামী রাহাতের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় সে কাপড়ে ব্যবসা করে।পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ঝুলিয়ে রেখেছে বলে পরিবারের অভিযোগ । তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতে মা জেসমিন আক্তার জানান,আমার মেয়ের সঙ্গে দুই বছর আগে রাহাদের বিয়ে হয়। আমার মেয়েকে বিভিন্ন সময় মারধর করতো রাতে আমার মেয়েকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে বলে মায়ের অভিযোগ।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বরগুনা সদরে বানিয়াতলী এলাকার মোঃ জামাল হোসেনের সন্তান। বর্তমানে ডেমরা ডগাইর নতুন পাড়া শাহ জামাল রোডের ফাতেমা মঞ্জিলের চারতলা বাসায় স্বামী রাহাদের সঙ্গে থাকতেন। নিহত তিন বোন এক ভাই।