রাজধানী ভাটারা সূরাস্ত টাওয়ারের সামনে রাস্তা পারাপার সময় মোটরবাইকের ধাক্কায় আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তি নিহত। নিহত পেশায় টেইলার্স ব্যবসায়ী।
মঙ্গলবার (০৪ মার্চ) বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতকে নিয়ে আসা মোঃ রফিকুল ইসলাম জানান, নিহত পেশায় টেইলার্স ব্যবসায়ী বিকেলের দিকে সুবস্তু টাওয়ারের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল আব্দুল মান্নানকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধা সদরে পলাশপাড়া গ্রামে।বর্তমানে হাজারীবাগের জিগাতলা তল্লাবাগ রোড এলাকার ৩০৭ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।