রাজধানীর মতিঝিলে কমলাপুর নির্মাণাধীন মেট্রো রেল স্টেশনে উপর থেকে নিচে পড়ে মোঃ নাঈম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু হয়েছে।
শুক্রবার(০৭ মার্চ)সকাল পৌনে ৬টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর বারোটার দিকে তার মৃত্যু হয়।
নিহতে চাচা রাজু মিয়া জানান, আমার ভাতিজা ৬মাস ধরে কাজে এসেছে সকালে নির্মানাধীন কমলাপুর মেট্রো রেল স্টেশনের উপরে কাজ করার সময়অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান,নিহত নাঈমের গ্রামের বাড়ি,নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পানিয়াল পুকুরপাড় গ্রামে নাজিমুল ইসলাম এর সন্তান। বর্তমানে কমলাপুর এলাকায় থাকতো। নিহত তিন বোন এক ভাই
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।