আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখার যোগাযোগ উপদেষ্টা ফয়জুল কবিরের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন যোগাযোগ সচিব, স্বরাষ্ট্র, রেল ,স্হানীয় সরকার সচিব, বেসরকারি সংগঠনের পক্ষে প্রখ্যাত শ্রমিক নেতা জনাব এ্যাডঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় সড়ক, সেতু, রেল, নৌপথের সরকারি-বেসরকারি প্রতিনিধি, পুলিশ এবং সংশ্লিষ্ট সচিবগণ অংশগ্রহণ করে। সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ অনলাইনে অংশগ্রহণ করেন ৯ই মার্চ রবিবার ।
সভায় সড়ক ও নৌপথে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, টিকিট কালোবাজারি, ছিনতাই, সড়ক পথে ডাকাতি, চাঁদাবাজী, মলমপাটি, যাত্রী হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণের জন্য সদরঘাট, কমলাপুর, সায়দাবাদ, গাবতলী, মহাখালী, গুলিস্তানের ফুলবাড়িয়া সিসিটিভির আওতায় আনার সিদ্ধান্ত হয়। সারাদেশে সড়ক পথে যাতায়াত নির্বিঘ্ন রাখতে রাস্তার পাশে হাটবাজারে কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেজন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ প্রয়োজনীয় পদক্ষেপ নিবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়।