ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এক হাজতী অসুস্থ হলে ঢাকা মেডিকেলের ২১৭ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সামসুল আলম (৪৪) নামের এক কারাবন্দীর মৃত্যু।
রবিবার (০৯ মার্চ) রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ( ৪ ফেব্রুয়ারি)কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢামেকে ২১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
কারারক্ষী সোহেল আলী জানান, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা গত (৪ ফেব্রুয়ারি) কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ২১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। আজ রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান,নিহত শামচুল কেন্দ্রীয় কারাগারে হাজতী হিসেবে ছিল তার হাজতি নম্বর ২৭২৯/২৫ তবে কি মামলায় আটক ছিলেন তা জানাতে পারিনি। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার উলুপাড়া গ্রামের আব্দুর রবের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহপরিবারের কাছে হস্তান্তর করা হবে।