০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্য রক্ষায় পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোপ ও সমাবেশ

গত তিন সপ্তাহ যাবত সারা দেশের মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থী এবং চিকিৎসকবৃন্দ স্বাস্থ্যখাতের মুক্তির ৫ দফা নিয়ে আন্দোলন গড়ে তুলেছে।দেশের মেডিকেল শিক্ষার্থী এবং ডাক্তার সমাজ আজ বরেণ্য চিকিৎসক পুরোধাদের সামনে রেখে একটি জাতীয় স্টিয়ারিং কমিটির আওতায় একতাবদ্ধ হয়েছে।যার মূল ভিত্তি হলো ৫ দফা পূরণে অগ্রবর্তী ভূমিকা পালন।

আজ সমবার ১০মার্চ তারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল(মিটফোর্ড) ইমারজেন্সি গেটের সামনে দুপুর ১২ ঘটিকাই এই দাবি গুলো তুলে ধরেন।

৫ দফা দাবি গুলো হলো,
১।ডাক্তার বা ডাক্তার সমার্থক যে কোনো পদবী ব্যবহার সংক্রান্ত আদালতে ১৩ বছর ধরে চলমান তিনটি রিট অবিলম্বে নিষ্পত্তি। উল্লেখ্য, মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসক সমাজের আন্দোলন ও কোর্ট অভিমুখে লং মার্চের প্রেক্ষিতে রায়ের দিন নির্ধারিত হয়েছে ১২ ই মার্চ।

২। OTC drug list আপডেট করা এবং শুধুমাত্র এমবিবিএস/বিডিএস গ্রাজুয়েট চিকিৎসক কর্তৃক ঔষধ প্রেস্ক্রিপশন করা ছাড়া বাকিসব ধরনের প্রেস্ক্রিপশন নিষিদ্ধ করা।

৩। উপজেলায় তীব্র চিকিৎসক সংকট মোকাবেলায়-চিকিৎসকদের শূণ্যপদে দ্রুত ১০০০০ চিকিৎসক নিয়োগ, প্রতিবছর ডেপুটেশন জনিত কারণে উপজেলার সংকট মোকাবেলায় ৫০০০ চিকিৎসক

নিয়োগ,চিকিৎসকদের বিসিএস এন্ট্রি বয়স ৩৪ এ উন্নীতকরণ।একই সাথে আলাদা হেলথ সার্ভিস কমিশনের আওতায় ষষ্ঠ গ্রেডে চাকরি প্রবেশপথ তৈরি।৪। সকল ম্যাটস বন্ধ ঘোষণা এবং মানহীন মেডিকেল কলেজ বন্ধে উদ্যোগ গ্রহণ। স্যাকমো পদবী পরিবর্তন পূর্বক’মেডিকেল এসিসটেন্ট’ পদবী চালু। ইতোমধ্যে শিক্ষাধীন ম্যাটস শিক্ষার্থীদের দের প্যারামেডিক্স হিসেবে সুপারিশ।

৫। চিকিৎসক সুরক্ষা আইন অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

স্যার আপনি ইতোমধ্যে অবগত আছেন আজ ৮ই মার্চ ২০২৫ তারিখ,৫ দফা দাবির দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের উদাসীনতার প্রেক্ষিতে চলছে শিক্ষার্থীদের ক্লাস বর্জন এবং কর্মবিরতি। আমরা আশা করছি ১২তারিখ রায় সংশ্লিষ্ট বিষয়টি জটিল এবং প্রলম্বিত হতে পারে।

আমাদের আগাম আশংকা এবং ৫ দফা বিষয়ে সুস্পষ্ট অফিসিয়াল পদক্ষেপে অনীহা করলে কঠোরতর কর্মসূচির দিকে চিকিৎসক সমাজকে ধাবিত করছে,যা সামগ্রিকভাবে স্বাস্থ্যখাতের জন্য মঙ্গলজনক নয়।

ইতোমধ্যে আগামীকাল ৯ই মার্চ ২০২৫,আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং চিকিৎসকরা প্রেস ব্রিফিং এবং অবস্থান কর্মসূচির পরিকল্পনা হাতে নিয়েছি। এছাড়াও ১০ এবং ১১ই মার্চ কর্মসূচির ঘোষণা আসছে।

আমাদের বিনীত অনুরোধ,আপনি প্রশাসনিক কর্তৃপক্ষ এবং অভিভাবক হিসেবে এই ন্যায্য আন্দোলনে সমর্থন দিয়ে পাশে থাকবেন এবং উর্ধতন কর্তৃপক্ষ মহোদয়কে এই সম্পর্কে অবগত করবেন।

ট্যাগ
বিস্তারিত জানুন

জনপ্রিয়

শিক্ষা সহায়তা দ্বায়িত্ব নিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট

স্বাস্থ্য রক্ষায় পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোপ ও সমাবেশ

সময় ০১:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

গত তিন সপ্তাহ যাবত সারা দেশের মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থী এবং চিকিৎসকবৃন্দ স্বাস্থ্যখাতের মুক্তির ৫ দফা নিয়ে আন্দোলন গড়ে তুলেছে।দেশের মেডিকেল শিক্ষার্থী এবং ডাক্তার সমাজ আজ বরেণ্য চিকিৎসক পুরোধাদের সামনে রেখে একটি জাতীয় স্টিয়ারিং কমিটির আওতায় একতাবদ্ধ হয়েছে।যার মূল ভিত্তি হলো ৫ দফা পূরণে অগ্রবর্তী ভূমিকা পালন।

আজ সমবার ১০মার্চ তারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল(মিটফোর্ড) ইমারজেন্সি গেটের সামনে দুপুর ১২ ঘটিকাই এই দাবি গুলো তুলে ধরেন।

৫ দফা দাবি গুলো হলো,
১।ডাক্তার বা ডাক্তার সমার্থক যে কোনো পদবী ব্যবহার সংক্রান্ত আদালতে ১৩ বছর ধরে চলমান তিনটি রিট অবিলম্বে নিষ্পত্তি। উল্লেখ্য, মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসক সমাজের আন্দোলন ও কোর্ট অভিমুখে লং মার্চের প্রেক্ষিতে রায়ের দিন নির্ধারিত হয়েছে ১২ ই মার্চ।

২। OTC drug list আপডেট করা এবং শুধুমাত্র এমবিবিএস/বিডিএস গ্রাজুয়েট চিকিৎসক কর্তৃক ঔষধ প্রেস্ক্রিপশন করা ছাড়া বাকিসব ধরনের প্রেস্ক্রিপশন নিষিদ্ধ করা।

৩। উপজেলায় তীব্র চিকিৎসক সংকট মোকাবেলায়-চিকিৎসকদের শূণ্যপদে দ্রুত ১০০০০ চিকিৎসক নিয়োগ, প্রতিবছর ডেপুটেশন জনিত কারণে উপজেলার সংকট মোকাবেলায় ৫০০০ চিকিৎসক

নিয়োগ,চিকিৎসকদের বিসিএস এন্ট্রি বয়স ৩৪ এ উন্নীতকরণ।একই সাথে আলাদা হেলথ সার্ভিস কমিশনের আওতায় ষষ্ঠ গ্রেডে চাকরি প্রবেশপথ তৈরি।৪। সকল ম্যাটস বন্ধ ঘোষণা এবং মানহীন মেডিকেল কলেজ বন্ধে উদ্যোগ গ্রহণ। স্যাকমো পদবী পরিবর্তন পূর্বক’মেডিকেল এসিসটেন্ট’ পদবী চালু। ইতোমধ্যে শিক্ষাধীন ম্যাটস শিক্ষার্থীদের দের প্যারামেডিক্স হিসেবে সুপারিশ।

৫। চিকিৎসক সুরক্ষা আইন অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

স্যার আপনি ইতোমধ্যে অবগত আছেন আজ ৮ই মার্চ ২০২৫ তারিখ,৫ দফা দাবির দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের উদাসীনতার প্রেক্ষিতে চলছে শিক্ষার্থীদের ক্লাস বর্জন এবং কর্মবিরতি। আমরা আশা করছি ১২তারিখ রায় সংশ্লিষ্ট বিষয়টি জটিল এবং প্রলম্বিত হতে পারে।

আমাদের আগাম আশংকা এবং ৫ দফা বিষয়ে সুস্পষ্ট অফিসিয়াল পদক্ষেপে অনীহা করলে কঠোরতর কর্মসূচির দিকে চিকিৎসক সমাজকে ধাবিত করছে,যা সামগ্রিকভাবে স্বাস্থ্যখাতের জন্য মঙ্গলজনক নয়।

ইতোমধ্যে আগামীকাল ৯ই মার্চ ২০২৫,আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং চিকিৎসকরা প্রেস ব্রিফিং এবং অবস্থান কর্মসূচির পরিকল্পনা হাতে নিয়েছি। এছাড়াও ১০ এবং ১১ই মার্চ কর্মসূচির ঘোষণা আসছে।

আমাদের বিনীত অনুরোধ,আপনি প্রশাসনিক কর্তৃপক্ষ এবং অভিভাবক হিসেবে এই ন্যায্য আন্দোলনে সমর্থন দিয়ে পাশে থাকবেন এবং উর্ধতন কর্তৃপক্ষ মহোদয়কে এই সম্পর্কে অবগত করবেন।