প্রথম পর্ব (১)
রাজধানীর মোহাম্মদপুরের প্রাইম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক রোগীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, চিকিৎসা অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে।পরিবারের সদস্য হুমায়ুন আহমেদ জানান,
গতকাল রাত ১০টায় হাতের ইনজুরি নিয়ে ওই রোগীকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা চলাকালীন রাত ৪টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত্যুর খবর দেয়। এরপর তারা বিস্তারিত জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসকের ফোন বন্ধ পাওয়া যায়।
পরিবারের দাবি,
বিষয়টি জানাজানি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সমঝোতার প্রস্তাব দেয় এবং ঘটনা মীমাংসার চেষ্টা করে। তবে, মৃতের স্বজনরা প্রকৃত তথ্য জানতে চাইলেও কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি।আজ সকাল ১১টার দিকে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা হাসপাতালে উপস্থিত হয়ে সঠিক তথ্য জানতে চাইলে তাদের তথ্য দিতে অস্বীকৃতি জানানো হয়। এমনকি সাংবাদিকদের হাসপাতালের ভেতরে প্রবেশেও বাধা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,
এ সময় ভেতরে মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ আলোচনা চালিয়ে যায় এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।এরপর,যখন মৃতদেহ এম্বুলেন্সে ওঠানো হচ্ছিল, তখন সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের বাধা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ১০-১২ জন ব্যক্তি সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে তাদের মোবাইল ফোন ও মাইক্রফোন ভাঙচুর করে।
এ ঘটনায় সাংবাদিকরা মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলেছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।