০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

  • কে.এস.ইসলাম
  • সময় ১২:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৫০১৮ ডিজিটর

রাজধানীর বাড্ডার কবরস্থান রোড খেলার মাঠ এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোঃ তানভির(২২) নামে এক যুবকের ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। নিহত যুবক একটি ফ্রিজে দোকানে কাজ করতেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেলের সার্জারি ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত রাত বুধবার(১২ মার্চ)রাত দশটার দিকে এই ঘটনাটি ঘটে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয় পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মা তানিয়া বেগম জানান,আমার ছেলে একটি ফ্রিজের দোকানের কর্মচারী ছিল। গতরাত ১০ টার দিকে আমার ছেলে দোকানে কাজ শেষে মধ্য বাড্ডা কবরস্থান এলাকায দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিল কিশোর গ্যাংয়ের ৩/৪ জন আমার ছেলেকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে।তারকাছে থাকা একটি মোবাইল ও নগদ বারো হাজার টাকা নিয়ে পালিয়ে যায়,পরে আমরা খবর পেয়ে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমার ছেলের মৃত্যু।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরের তুরকি এলাকার মোঃ সাহাদুল্লাহর সন্তান। বর্তমানে মধ্য বাড্ডার কবরস্থান রোড এলাকার একটি ভাড়া বাসায় থাকতাম।আমার ছেলে একটিফ্রিজে দোকানে কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ট্যাগ
বিস্তারিত জানুন

জনপ্রিয়

রাজধানীর রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সময় ১২:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

রাজধানীর বাড্ডার কবরস্থান রোড খেলার মাঠ এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোঃ তানভির(২২) নামে এক যুবকের ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। নিহত যুবক একটি ফ্রিজে দোকানে কাজ করতেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেলের সার্জারি ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত রাত বুধবার(১২ মার্চ)রাত দশটার দিকে এই ঘটনাটি ঘটে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয় পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মা তানিয়া বেগম জানান,আমার ছেলে একটি ফ্রিজের দোকানের কর্মচারী ছিল। গতরাত ১০ টার দিকে আমার ছেলে দোকানে কাজ শেষে মধ্য বাড্ডা কবরস্থান এলাকায দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিল কিশোর গ্যাংয়ের ৩/৪ জন আমার ছেলেকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে।তারকাছে থাকা একটি মোবাইল ও নগদ বারো হাজার টাকা নিয়ে পালিয়ে যায়,পরে আমরা খবর পেয়ে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমার ছেলের মৃত্যু।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরের তুরকি এলাকার মোঃ সাহাদুল্লাহর সন্তান। বর্তমানে মধ্য বাড্ডার কবরস্থান রোড এলাকার একটি ভাড়া বাসায় থাকতাম।আমার ছেলে একটিফ্রিজে দোকানে কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।