চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসার সাথে জড়িত ০২ জন মাদক ব্যবসায়ীকে ২০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করেছে র্যাব-৩।
একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ১২/০৩/২০২৫ তারিখ দুপুর ৩:৩০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর মুগদা থানাধীন জিরো পয়েন্ট গলিতে অভিযান পরিচালনা করে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ডাকাত, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকদের গ্রেফতার করে জনসাধারণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘঠিত চাঞ্চল্যকর এবং আলোচিত বিভিন্ন ঘটনার আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসার সাথে জড়িত মাদক ব্যবসায়ী
১।সাগর আহম্মেদ(২৬),পিতা-সিরাজুল ইসলাম, সাং- উত্তর কেবলনগর, থানা- জাজিরা, জেলা-শরিয়তপুর এবং তার সহযোগী,
২।ইয়াছিন হোসেন শ্রাবণ(১৭),পিতা- মোঃ দুলাল শিকদার,উত্তর মুগদা ঝিলপাড়, থানা- মুগদা, ডিএমপি, ঢাকাদেরকে ২০ বোতল বিদেশী অবৈধ মদসহ* গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক দ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রেখে একে অপরের সহযোগীতায় চায়ের দোকানে দীর্ঘ দিন যাবৎ পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত সাগর আহমেদ আরো জানায় সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন পরিবিহন যোগে দক্ষতার সাথে ঢাকা নিয়ে আসে এবং তার সহযোগী ইয়াসিন দুলাল শিকদারের চায়ের দোকানে অবৈধ মাদক দ্রব্য বিদেশী মদ হেফাজতে রাখে। যখন কোন ক্রেতা মদ ক্রয় করতে আসে তখন ধৃত সাগর গোপনীয়তার সাথে ধৃত আসামি শ্রাবণের দোকান থেকে মদ নিয়ে ক্রেতাদের কাছে বিক্রয় করতো বলে জানায়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।