রাজধানী মতিঝিল মেট্রো স্টেশনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে এক মহিলা ব্যাংক কর্মকর্তার আহত।তিনি হলেন মোছাঃ কাকলি আক্তার(২২)। গেন্ডারিয়া জনতা ব্যাংকের সিনিয়র অফিসার।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত দশটার দিকে এই ঘটনা ঘটে।পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাত সাড়ে এগারোটার দিকে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হয়।
আহত কাকলি স্বামী ইউসুফ জানান,আমার স্ত্রী গেন্ডারিয়া জনতা ব্যাংকের সিনিয়র অফিসার। রাতে মতিঝিল মৃত্যু স্টেশনের সামনে দিয়ে রিক্সা নিয়ে যাওয়ার পথে ৩/৪ জন ছিনতাইকারী রিক্সাকে প্রতিরোধ করে তাকে আঘাত করে পরে তার কাছে থাকা নগদ আঠারো হাজার টাকা নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হয়। তিনি আরো জানান,আমাদের বাসা ঢাকার গেন্ডারিয়ার কামাল উদ্দিনের মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,আমরা জানতে পেরেছি মতিঝিল এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে এক ব্যাংক কর্মকর্তা(মহিলা) তাকে আঘাত করে তার কাছে থাকা ১৮ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে যায়।পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি বলেও জানান তিনি।