রাজধানী রামপুরা বনশ্রী ব্লক- সি এলাকায় দ্রুতগামী পিকআপ ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরবাইক আরোহী দেলোয়ার হোসেন (৩১) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার(১৪ মার্চ)সকাল পৌনে ৬টার দিকে গুরুতরত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের মামাতো ভাই মোঃ ইমরান হোসেন জানান, আমার ভাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।রাতে তার বন্ধুকে একটি মেডিকেল চেকআপ করার জন্য হাসপাতালে রেখে বাসায় ফেরার পথে রাত দেড়টার দিকে উল্টো দিক থেকে একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে মোটরসাইকেল কে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হলে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহত দেলোয়ার গ্রামে বাড়ি, যশোর জেলার শরশা থানা এলাকার মোঃ জাকির হোসেনের সন্তান, বর্তমানে দক্ষিণ বনশ্রী নন্দীপাড়া এলাকায় থাকতেন। নিহত এক মেয়ের জনক ছিলেন এক ভাই এক বোন সে ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।