হাতিরঝিল থানার চাঁদাবাজি মামলার প্রধান আসামি, শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে তুষারের প্রধান সহযোগী মোঃ হাসান প্যান্ডি হাসান (২৬)’ কে ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের কারনে পূর্বে র্যাব-৩ কর্তৃক গ্রেফতারকৃত মোহাম্মদ ইব্রাহিম খান তুষার @ভাগ্নে তুষার ও তার সহযোগীদের ভয়ে উক্ত এলাকার সাধারণ জনগন ভয়ে আতংকিত এবং সাধারণ জনগন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ট। গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ১৭ মার্চ ২০২৫ তারিখ ১৮০৫ ঘটিকার সময় হাতিরঝিল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে হাতিরঝিল থানার চাঁদাবাজি মামলার প্রধান আসামি, শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে তুষার এর প্রধান সহযোগী মোঃ হাসান পান্ডি হাসান (২৬), পিতা- আব্দুল মালেক ফকির, সাং- বাপ্তা, পাইলট বাপ্তা, থানা- ভোলা সদর, জেলা- ভোলাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ র্যাব-৩ কর্তৃক পূর্বে গ্রেফতারকৃত মোহাম্মদ ইব্রাহিম খান তুষার @ভাগ্নে তুষার এর প্রধান সহযোগী হিসেবে ধৃত প্যান্ডি হাসান হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল। ধৃত ভাগ্নে তুষার এর গ্রেফতারের পর ধৃত প্যান্ডি হাসান এলাকায় চাাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড চালাতো। প্যান্ডি হাসানের বিরুদ্ধে হাতিরঝিল থানায় ২১ জানুয়ারি ২০২৫ তারিখে মামলা হলে তাকে গ্রেফতার করতে র্যাব-৩ কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। মামলার পর থেকে ধৃত আসামি ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকতো বলে জানায়।
উল্লেখ্য, তার নামে আরো ০২টি চাঁদাবাজী মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।