নারায়ণগঞ্জে ফতুল্লর দর্গা বাড়ি মসজিদের সামনে কথা কাটাকাটির জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে জিহাদ পাঠান (১৮)নামের এক বন্ধু নিহত হয়েছে।
মঙ্গলবার(১৮ মার্চ)দিবাগত রাত সাড়ে ১১টা দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জাহাঙ্গীর পাঠান জানান,গত রাত সাড়ে আটটার দিকে আমার ছেলের সাথে বাড়ির পাশেই তার এক বন্ধুর সাথে কথা কাটাকাটি জেরে ধারালো অস্ত্র দিয়ে আমার ছেলের মাথা ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা ধরে পুলিশের হাতে সোপর্দ করে। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় আমার ছেলেকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই ওখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর থানার ইসলামপুর গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জে শিবু মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগের মোড়কে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।