গত ২৭ মার্চ বৃহস্পতিবার রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে রাজধানীর উত্তরায় চেশিয়ার হোমে প্রতিবন্ধীদের সাথে ইফতার আয়োজন করা হয়।
চেশিয়ার হোমের সকলের সাথে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান পিডিজি মাগফুর উদ্দিন আহমেদ, বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম, রোটারিয়ান সৈয়দ আনিসুর রহমান, রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ ফারহানা আহমেদ।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান পিডিজি মাগফুর উদ্দিন আহমেদ বলেন, চেশিয়ার হোম বাংলাদেশে হলেও এটি বিশ্বের অন্যান্য প্রতিবন্ধী হোমের মধ্যে অন্যতম।এখানকার সকলের নিজেদের মধ্যে আন্তরিকতা ও সরলতা বিশেষভাবে অন্যদেরকে আবেগী করে তোলে।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম বলেন,
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে তারই ধারাবাহিকতায় আজ এই ইফতারের আয়োজন।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।ক্লাবের মেডিকেল এসিস্ট্যান্ট ফান্ডের মাধ্যমে অসুস্থ রোগীদের সহায়তা করা হয়।
বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস),বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ,কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এবং পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা কোর্স অধ্যায়নরত একজন শিক্ষার্থীর সমস্ত আর্থিক সহায়তা, পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে।
এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন প্রদান করা হয়েছে।
০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
চেশিয়ার হোম,প্রতিবন্ধীদের সাথে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে ইফতার
-
নিজস্ব প্রতিবেদন
- সময় ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- ৫০৩৩ ডিজিটর
ট্যাগ
জনপ্রিয়