রাজধানীর বংশাল পাকিস্তান মাঠ এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ। দগ্ধরা হলেন, সাগর (২৫), ইকবাল (৩৩), মেহেদী হাসান (২৮), রিমঝিম (১৬), নয়ন (২৯), ও অপূর্ব (১৮)।
সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাত দশটার দিকে ছয়জন কে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।
তাদেরকে নিয়ে আসা মোঃ আব্বাস জানান, বংশাল পাকিস্তান মাঠ এলাকায় ভ্রাম্যমান ফাস্টফুডের দোকানে ফাস্টফুড খাওয়ার সময় দোকানে হঠাৎ গ্যাসসিলিন্ডার বিস্ফোরণ হয়ে দোকানদার নয়নসহ ৬জন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের কে বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। তিনি আরো জানান, তাদের সবার বাসায় বংশালের কসাসটুলি এলাকায়।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান
জানান,পুরান ঢাকার পাকিস্তান মাঠ এলাকা থেকে ৬জন দগ্ধ হয়ে এসেছে তাদের মধ্যে, সাগরের ১১ শতাংশ দগ্ধ, নয়নের ৭ শতাংশ দগ্ধ, ইকবালের ২ শতাংশ দগ্ধ, রিমঝিমের ১ শতাংশ দগ্ধ, মেহেদী হাসানের ১ শতাংশ দগ্ধ,ও অপূর্বের শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সাগর ও নয়নকে ভর্তি দেওয়া হয়েছে তাদের শ্বাসনালীতে দগ্ধ রয়েছে বাকি ৪জন কে অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।