মিরপুর পল্লবী থানাধীন প্যারিস রোডের উদয়ন স্কুলের সামনের একটি বাসা থেকে মাদকসহ চক্রের ৪ জনকে আটক পুলিশ। আটককৃতরা হলেন, মোহাম্মদ রনি, মাকসুদ, সাকিবুল ও মোহাম্মদ সুরুজ।
এসময় বাসায় তল্লাশি করে তাদের কাছ থেকে ২০ কেজি গাজা, ২৫ গ্রাম হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ওই বাসায় অভিযান চালায়।সোমবার (৭ এপ্রিল) এ ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, আটক ৪ জনের মধ্যে রনির বিরুদ্ধে চব্বিশের আগষ্টে ছাত্র হত্যাসহ ৯টি মামলার আসামি। মাদক চক্রের মূলহোতা রনি।
অভিযানে নেতৃত্বে দেন পল্লবী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, এসময় উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন- ওসি (তদন্ত) আব্দুল কাইয়ূম, এসআই জাহাঙ্গীর আলম ও তার সঙ্গীয় ফোর্স।এসআই জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে মাদক আছে নিশ্চিত হয়ে আমরা যখন অভিযান পরিচালনা করতে দরজায় নক করি । কিছুক্ষণ পর অপরাধীরা প্রথমে ডাকাত ডাকাত বলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর আঘাত করার চেষ্টা করে, মুহূর্তের মধ্যেই আশপাশে থেকে আরও ২০/২৫ লোক আমাদের উপর আক্রমণ করতে চলে আসে । ধারণা করা হচ্ছে এরাও সংঘবদ্ধ চক্রের একটি সন্ত্রাসী গোষ্ঠী। আমাদের শরীরে পুলিশ ইউনিফর্ম পড়া ছিলো, তানাহলে কপালে যে কি ছিলো….। আল্লাহর অশেষ রহমতে প্রাণে বেঁচে গেলাম।পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমাদের পল্লবী থানা পুলিশের চৌকস একটি টিম অপরাধীদের মাদকসহ আটক করতে সক্ষম হয়। ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে অপরাধীদের কোর্টে চালান করা হয়েছে।এবিষয়ে জানতে চাইলে মিরপুর বিভাগের ডিসি মো. মাকছুদুর রহমান বলেন, অপরাধীরা ডাকাত বলে কৌশলে যেভাবে আমাদের পুলিশের অভিযান থামিয়ে দেয়ার চেষ্টা করেছিলো, আমাদের অফিসাররা জীবনের ঝুঁকি নিয়ে কৌশলে সব পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অপরাধীদের আটক করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। পল্লবীসহ মিরপুরের সাতটি থানা এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে- ইনশা আল্লাহ।স্থানীয়রা বলেন, পল্লবীতে মাদকের আধিপত্যকে কেন্দ্র করে একের পর এক হত্যা, গুলাগুলিসহ সংঘর্ষ লেগেই আছে । এতে করে আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি । সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে সাহস পাইনা। এভাবে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকুক এটাই আমাদের দাবি।পরিচয় গোপন রেখে একজন নারী বলেন, এই মাদকের জন্য আমি আমার সন্তানকে হারিয়েছি, আর কোন মায়ের কোল খালি হোক এটা আমি চাই না। মাদক, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান রাখতে তিনি আইনশৃঙ্খলাবাহিনীকে অনুরোধ জানান। এদিকে মাদকসহ ৪জনকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। সেইসাথে মাদক বিরোধী অভিযান চলমান রাখতে প্রসাশনের প্রতি অনুরোধ রইল।