ঢাকা গাজীপুর গাছা থানা হারিকেন এলাকা একটি বাসায় লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ। দগ্ধরা হলেন,গার্মেন্টস কর্মী হারিস মিয়া(৫০),তার স্ত্রী আয়েশা আক্তার (৪০) তার ছেলে স্কুল পড়ুয়া মইনুল ইসলাম (১২)। জাতীয় বার্নে ভর্তি দেওয়া হয়েছে তিন জনকেই।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের দিকে এই ঘটনাট ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে দুপুরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তিন জনকেই ভর্তি দেওয়া হয়েছে।
তাদেরকে নিয়ে আসা আত্মীয় লিপিআক্তার জানান,সকালে রান্না ঘরে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর বিস্ফোরণের ঘটনা ঘটে এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। পরে আমরা জানতে পারি গ্যাসের লাইন লিকেজ থেকে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল বলে আমরা জানতে পারি। পরে আমরা খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে আসলে তিনজনকেই ভর্তি দেওয়া হয়েছে।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডাঃশাওন বিন রহমান জানান,গাজীপুর এলাকা থেকে স্বামী স্ত্রী ছেলেসহ একইপরিবার তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এসেছে। তাদের মধ্যে হারিস মিয়ার শরীরে ৮৮ শতাংশ দগ্ধ,আয়েশা আক্তারের শরীরে ৯০ শতাংশ ও মইনুল ইসলামের শরীরে ৮৫ শতাংশ দগ্ধ রয়েছে তাদের সবাই আশংকা- জনক আমরা জরুরি বিভাগের পর্যবেক্ষণ শেষে তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যার কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে রেফার করব।আহতদের গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জে,বর্তমানে,গাজীপুর এলাকায় ভাড়া থাকেন।