রাজধানীর যাত্রাবাড়ী থানা মীর হাজীরবাগ এলাকার একটি মাদ্রাসার পেছনের জোড়া খাম্বার মাঝখানে থেকে নবজাতক (ছেলে) একদিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৫ এপ্রিল) সকালে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আল-এমরান জানান, আমরা খবর পেয়ে গতকাল বিকালের মীরহাজীরবাগ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার পেছনে জোড়া খাম্বার মাঝখানে থেকে আনুমানিক একদিন ছেলে নবজাতক মৃত অবস্থায় দেখতে পাই।পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান,কেবা কাহারা ওই ছেলে নবজাতকটি মৃত অবস্থায় ফেলে রেখে গেছে বিষয়টি জানার চেষ্টা চলছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।