রাজধানীর রামপুরা কাঁচাবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল সরদার(৪০)আহত হয়েছেন।তিনি রামপুরা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
জুয়েল বরিশালের মুলাদী উপজেলার রামচর গ্রামের হাকিম সরদারের ছেলে। বর্তমানে পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকায় ভাড়া থাকেন।
আহত জুয়েলকে হাসপাতালে নিয়ে আসা তাঁর বন্ধু মহসিন বলেন,
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে রামপুরা কাঁচাবাজার এলাকায় জুয়েলসসহ আমরা কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। এ সময় ৪ থেকে ৫টি মোটরসাইকেলে ৮ থেকে ১০ জন যুবক এসে জুয়েলের কাছে জানতে চান হিমেল নামে কাউকে চেনে কিনা। উত্তরে জুয়েল নামের কাউকে সে চিনে না।এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবকেরা জুয়েলের ডান পায়ে গুলি করে পালিয়ে যায়।পরে আমরা তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মো.ফারুক বলে,
রামপুরা থেকে রাতের দিকে ওই ব্যক্তিকে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। আমরা ওই যুবকের কাছে জানতে পেরেছি তিনি রামপুরা থানা বিএনপি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।দুর্বৃত্তরা তাকে গুলি করেছে বলে তিনি জানিয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।