রাজধানীর মালিবাগে ছিনতাইকারী ছুরি-কা ঘাতে আবু রায়হান ইভান (২২) নামের এক শিক্ষার্থীর নগদ ৪৫০০০টাকা ও প্রায় এক লক্ষ টাকা দামের একটি নোভিয়া ফোন।
বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) দুপুরের ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আহতকে নিয়ে আসা তার বন্ধু মোঃ জিসান জানান,আহত ইভান মালিবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি (বি আইএস টি)কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। আজ মালিবাগে একটি বিকাশের দোকান থেকে ৪৫ হাজার টাকা উঠিয়ে নিয়ে আসার সময় ৪জন ছিনতাইকারী তাকে গতিরোধ করে।পরে টাকা দিতে না চাইলে তাকে চুড়ি আঘাত করে তার কাছে থাকা ৪৫ হাজার টাকা ও একটি দামি নোভিয়া মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে আমরা বন্ধুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরো জানান, ইভানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর জেলার ইয়াসিনের সন্তান। বর্তমানে ,কলাবাগান নতুন থানা এলাকার পাশে একটি বাসায় ভাড়া থাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মালিবাগ এলাকা থেকে শিক্ষার্থীকে ছিনতাইকারীর কুপিয়ে তার কাছে থেকে ৪৫ হাজার টাকা ও একটি দামি মোবাইল নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।