রাজধানীর কদমতলী থানার মেরাজনগর খানকা শরীফ রোড এলাকার একটি বাসা থেকে নিঝুম আক্তার(১৬)নামে একশিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ।
বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ বাসায় গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।
কদমতলী থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই মোছাঃ নুসরাত জাহান জানান, আমরা দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিঝুম আক্তার নামে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি জানান, মৃত্যুর বিষয়টি আমরা কিছু এখনো জানতে পারিনি জানার চেষ্টা চলছে ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।আমরা জেনেছি নিহত নিঝুমের বাবা দুটি বিয়ে করেছে নিঝুম প্রথম ঘরের কন্যা,এইটুকু আমরা জানতে পেরেছি,
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি, কুমিল্লা জেলার মেঘনা থানার চন্দ্রপুর গ্রামে মেয়ে। বর্তমানে,মেরাজনগর খানকা শরীফ রোড ব্লক-বি ২২৮/৩ নম্বর বাসায় পরিবারে সঙ্গে থাকতেন।নিহত রায়েরবাগ মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।