রাজধানীর হাতিরঝিল থানার মহানগর বাস স্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় আহত মোঃ রায়হান জাবির (১৬) চিকিৎসাধীন ঢামেকে মৃত্যু হয়েছে।নিহত দক্ষিণ বনশ্রী মডেলস্কুলে দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে নয়টার দিকে মৃত্যু হয়।
নিহতের বন্ধু আবির সামি জানায়,বিকাল ৪ টার দিকে হাতিরঝিল থানার মহানগর বাস স্ট্যান্ড এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক রায়হানকে ধাক্কা দেয়। এতে রায়হান গুরুতর আহত হন পরে আমরা খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই।পরে সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহত রায়হানের বাসা রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায়। নিহত রায়হান দক্ষিণ বনশ্রী মডেলস্কুলে দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।