০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু

  • কে.এস.ইসলাম
  • সময় ১২:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫০১৪ ডিজিটর

রাজধানীর নবাবগঞ্জ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোঃ হুমায়ূন আহমেদ(৫৫)নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সুবা বেগম জানান,আমার স্বামী পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী বাসা থেকে মোটরসাইকেল নিয়ে দোকানে যাবার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।এতে গুরুতর আহত হন পরে আমরা খবর পেয়ে আমার স্বামীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই।ওইখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আমার স্বামী মারা যান।

তিনি আরো জানান, আমাদের নিজ বাসা ঢাকার নবাবগঞ্জের বাগরা এলাকা র মোঃ আরশেদ আলীর সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ট্যাগ
বিস্তারিত জানুন

জনপ্রিয়

নারায়ণগঞ্জে সাত বছরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু

সময় ১২:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর নবাবগঞ্জ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোঃ হুমায়ূন আহমেদ(৫৫)নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সুবা বেগম জানান,আমার স্বামী পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী বাসা থেকে মোটরসাইকেল নিয়ে দোকানে যাবার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।এতে গুরুতর আহত হন পরে আমরা খবর পেয়ে আমার স্বামীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই।ওইখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আমার স্বামী মারা যান।

তিনি আরো জানান, আমাদের নিজ বাসা ঢাকার নবাবগঞ্জের বাগরা এলাকা র মোঃ আরশেদ আলীর সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।