রবিবার (২৩ফেব্রুয়ারি)বিকেল ৩টার দিকে জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে থেকে ছেড়ে দেওয়া হয়। এর আগে সোহেল নামের একজন কেউ ছেড়ে দেওয়া হয়।
গত শনিবার (১৫ফেব্রুয়ারি)সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনাটি ঘটে এতে শিশু ও নারীসহ ১১জনকে জাতীয় বার্নে আনা হয়েছিল।
এছাড়া আশুলিয়ায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত নারীসহ তিনজনের মৃত্যু ও শিশুসহদুজনকে ছেড়ে দেওয়া হয়েছে ও নারীসহ ৬জন বর্নে ভর্তি রয়েছে।
আশুলিয়া নরসিংহপুর একটি বাসার দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনায় দগ্ধ তিনমাস বয়সের শিশুকে আজ ছেড়ে দেওয়া হয়েছে।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে
আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,আশুলিয়ায় আগুনের ঘটনায় জাতীয় বার্নে নারী শিশু সহ ১১জন এসেছিল। তাদের মধ্যে শিউলি, সুমন ও শারমিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বাকিদের মধ্যে,সোয়ায়েদ ২৭ শতাংশ, মনির হোসেন ২০শতাংশ,মাহাদী১০ শতাংশ, শামীম ১৪ সূর্য বানু ৭ শতাংশ ও জহুরা বেগম ৫ শতাংশ দগ্ধ চিকিৎসাধীন আছেন।২০/২/২০২৫ তারিখে সোহেলকে(৩৮) ছেড়ে দেওয়া হয় ও আজ ২৩/২ তারিখে সুমাইয়া তিন মাস শিশুকে ছেড়ে দেওয়া হয়। তাদের শরীরে ১০ও ৯ শতাংশ দগ্ধ ছিল।