সোমবার(২৪ ফেব্রুয়ারি)দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার মোঃ জিল্লুর রহমান জানান,আজ দুপুরে দিকে আমরা খবর পেয়ে বহির্বিভাগে সামনে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে দ্রুত তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,আমরা জানতে পেরেছিঅজ্ঞাতনামা ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় বহির্বিভাগের সামনে থেকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি।বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।