দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.)মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার(২৩ ফেব্রুয়ারি)দিনগত রাত ২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান।
তিনি আরো বলেন,
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর নিজ বারিধারায় রাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে জরুরি ব্রিফিং করবেন।
সম্প্রতি দেশে চুরি,ছিনতাই,ডাকাতি ও হত্যার মতো ঘটনায় সমালোচনা করছেন অনেকেই।এছাড়া ছিনতাই-গোলাগুলির ভিডিও সামাজিক যোগাযো-গমাধ্যমে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই।
এদিকে,
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.)মো.জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে গভীর রাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে,এমন অভিযোগ এনে এ বিক্ষোভ করেছেন তারা।রোববার দিনগত রাত ১টা ১০ মিনিটের দিকে হলপাড়া থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু হয়।
এ সময় শিক্ষার্থীরা এক দুই তিন চার জাহাঙ্গীর গদি ছাড়,দফা এক দাবি এক-জাহাঙ্গীরের পদত্যাগ। শহীদের রক্ত-বৃথা যেতে পারে না।আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ,সহ নানান স্লোগান দেন।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।এ সময় সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হয় অপারেশন ডেভিল হান্ট।ডেভিল হান্টে প্রতিদিনই বিভিন্ন অপরাধীকে আইনের আওতায় আনতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবুও এসব অপরাধ কমছে না।