রাজধানীর মুগদা মানিকনগর পুকুরপাড় সংলগ্ন বাঁশ পট্টি এলাকায় পাকা রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা(৫০)এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার উপ-পরিদর্শক(এসআই)অনুপ বিশ্বাস বিশ্বাস জানান, আমরা খবর পেয়ে গতরাত সাড়ে তিনটার দিকে মুগদা মানিক নগর পুকুরপাড় সংলগ্ন বাঁশ পট্টি এলাকার পাকা রাস্তার উপর থেকে ওই ব্যক্তি মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল দীর্ঘদিন ভালো ভাবে না খেতে পেরে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সি আই ডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। নিহতের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও লাল গেঞ্জি ও কালো জ্যাকেট।