মাগুরায় নির্যাতিত শিশুটি উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামর (সিএমএইচ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।শনিবার(৮ মার্চ)বিকেল চারটা ৫০ মিনিটের সময় ওই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান খান জানান, বৃহস্পতিবার (৭ মার্চ) রাতের দিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। চার বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়,গাইনী,শিশু সার্জারী, এ্যানেজতেসিয়া বিভাগ,শিশু বিভাগ।চিকিৎসকেরা নিয়ে চার সদস্যের একটি বোর্ড গঠন করা হয়।
শিশুর চাচা বলেন,আমার ভাতিজি স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করত। শনিবার নিজ বাড়ি শ্রীপুর থেকে সে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে বড় বোনের শ্বশুর হিটু মিয়া তাকে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। মারাত্মক অসুস্থ অবস্থায় শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর গুরুতর অবস্থায় ঢামেকে আনা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল(সিএমএইচ)নিয়ে যাওয়া হয়েছে।