নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের চাষাড়ায় একটি টিনশেডের বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রুপালি (২০) নামে আরো একজনের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিন।
রবিবার (০৯ মার্চ)সকাল পৌনে ৬টার দিকে জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।সোমবার (৩ মার্চ) ভোর রাতে দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্নে ভর্তি করা হয়।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডাঃশাওন বিন রহমান জানান,নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি থেকে গ্যাস লাইন বিস্ফোরণ হয়ে নারী শিশুসহ ৮ জন এসেছিল তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রূপালী সকাল পৌনে ৬টার দিকে মৃত্যু হয়েছে। তার শরীরে ৩৪ শতাংশ দগ্ধ ছিল।এই নিয়ে তিনজনের মৃত্যু হল,বাকিরা হলেন সাব্বির ২৭ শতাংশ দগ্ধ, নুরজাহান (লাকি) ২২ শতাংশ, সামিয়া ৯ শতাংশ ও জান্নাত ৩ শতাংশ , সোহাগ ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।দগ্ধদের মধ্যে অনেকের শ্বাসনালি পুড়ে গেছে অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।