নারায়ণগঞ্জের রূপগঞ্জ রুপসি বাগান বাড়ি এলাকায় সাত বছরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ।ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। পরে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাত পৌনে দুইটার দিকে নিয়ে আসলে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ শফিকুল ইসলাম জানান, আমরা সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছি এই ঘটনায় মোঃ মিন্টু নামের এক মুদি দোকানি কে সন্ধ্যে করা হয়েছে সে বর্তমানে পলাতক রয়েছে। এই ঘটনায় ওই মেয়েটির বাবা-মা অভিযোগের থানায় মামলা প্রক্রিয়া দিন রয়েছে।শিশুটিকে বর্তমানে ঢাকা মেডিকেল জরুরি বিভাগের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)যে ভর্তি করা হয়েছে।