রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি শহীদ কাউসার রোড এলাকার একটি বাসা থেকে মোছাঃ শাহিনুর আক্তার (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(১৫ মার্চ)ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার পুলিশে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রব জানান, আমরা খবর পেয়ে রাত বারোটার দিকে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি শহীদ কাউছার রোড এলাকার একটি বাসার পঞ্চম তলা থেকে শাহিনুর নামে এক নারীর মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,নিহতের আত্মীয়র মুখে জানতে পারি পারিবারিক কলেজের যেরে স্বামীর উপর অভিমান করে তার নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই।ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
নিহতের গ্রামের বাড়ি, বরগুনা সদরের মোঃ আয়ুব আলীর কন্যা।বর্তমানে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি শহীদ কাউসার রোড এলাকার ১৬১/এ নম্বর বাসার পঞ্চম তলায় স্বামীমোঃ জামালের সঙ্গে থাকতেন।