রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রাম প্রসাদ সিং(৪০) নামে এক গার্মেন্টস এক্সিকিউটিভের মৃত্যু।
রবিবার(২৩ মার্চ)বিকেল ৪টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতে সহকর্মী মোঃমোস্তফা ভূইয়া জানান , নিহত গাজীপুর চান্দনা এলাকা Style Craft Ltd কোম্পানি এক্সিকিউটিভ হিসেবেকর্মরত ছিল বিগত পাচ দিন যাবত সেগুন বাগিচা শ্রম ভবনের সামনে বকেয়া বেতন ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে তিনি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে অসুস্থ অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহতের নিজ বাসা মিরপুরের শেওড়াপাড়া এলাকায় ৪৭৪/১ নম্বর বাসার কার্তিক কুমার সিং এর সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।